সৌদির মরুভূমিতে তুষারপাত কীসের ইঙ্গিত দিচ্ছে? Saudi Arabia: Afif desert

45 المشاهدات
Daily Karatoa
Daily Karatoa
18/03/24

⁣সৌদির মরুভূমিতে তুষারপাত কীসের ইঙ্গিত দিচ্ছে? Saudi Arabia: Afif desert


⁣দেখে মনে হতে পারে কোনো শীতপ্রধান দেশে তুষারপাতের মধ্যে দিয়ে চলছে গাড়ি। কিন্তু ব্যাপারটি তেমন না। মরুর দেশ সৌদিআরবের আফিফ মরুভূমিতে দেখা গেল বিরল এই দৃশ্য। শিলাবৃষ্টির পর সৌদি আরবের আফিফ মরুভূমি ঢেকে গেছে তুষারে । গত শুক্রবারের এ ঘটনাটিকে অপ্রত্যাশিত ও নজিরবিহীন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করছেন অনেকেই।



আফিফ মরুভূমি সাধারণত শুষ্ক জলবায়ুর জন্য পরিচিত। সেখানে তুষারপাত খুব সচরাচর দেখা যায় না। আবহাওয়াবিদরা আগেই ধারণা করেছিল যে এই অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে। গরমপ্রধান সৌদিআরবে এমন আবহাওয়া অস্বাভাবিক হলেও সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টি, বন্যা দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে হঠাৎ করে তুষারপাতের পর ওই এলাকার বাসিন্দারা যেমন অবাক হয়েছেন তেমন আনন্দিতই তারা।

أظهر المزيد

0 تعليقات ترتيب حسب

لم يتم العثور على تعليقات

التالي