বগুড়ায় ভিন্ন উপায়ে ব্রকলি চাষ | How to Cultivate Broccoli | Broccoli Farming | Krishirup | কৃষি রূপ
বগুড়ায় ভিন্ন উপায়ে ব্রকলি চাষ | How to Cultivate Broccoli | Broccoli Farming | Krishirup | কৃষি রূপ
#broccoli #ব্রকলি_চাষ #কৃষি_রূপ #krishi_rup #KrishiRup
কৃষকের নতুন নতুন উদ্যোগে উন্মোচন হচ্ছে কৃষির একেক একটি সম্ভাবনা। কৃষকের এমন প্রচেষ্টায় বদলে যাচ্ছে বাংলাদেশ। চাষ হচ্ছে কৃষি ফসল ও বিদেশি ফলের। বাংলাদেশে যা কয়েক বছর আগেও মানুষের কাছে ছিল শুধুই কল্পনা।এমন সম্ভাবনার চিত্র এখন বগুড়াতেও।বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের উলিপুর গ্রামের কৃষক আরিফুল। তিনি প্রচলিত সবজি চাষ থেকে বেরিয়ে এসে নতুন উদ্যোগে শুরু করেছেন ব্রকলি চাষ। যা অনেকের কাছে সবুজ ফুলকপি নামেও পরিচিত। মাত্র কয়েক বছর আগেও এই সবজি সবার কাছে ছিল অপরিচিত অথচ বগুড়ার কৃষক আরিফুল এখন বাণিজ্যিকভাবে এটি চাষাবাদ করছেন। আমরা আজ তার মুখ থেকেই শুনবো এই ব্রকলি চাষের গল্প।ব্রকলি মূলত কয়েকটি জাতের হয়ে থাকে । ব্রকলি শুধু সবুজ নয় বরং সাদা ও বেগুনি রঙেরও হয়ে থাকে।জমিতে নিয়মিত সার প্রয়োগ করতে হবে। তবে সার প্রয়োগ করার আগে কৃষক আরিফুল তার জমিতে আগাছা পরিস্কার করে নেন । তবে তিনি আগাছা প্রতিরোধে মালচিং ব্যবস্থা নিয়েছেন।এই এক টুকরো জমিকে ঘিরে যেন তার আগামী দিনের স্বপ্ন, এই নতুন উদ্যোগ ও প্রচেষ্টাতে আজ সফলতার দ্বারপ্রান্তে কৃষক আরিফুল। প্রতিটি ব্রকলি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করছেন। এখন প্রায় দুই হাজার ব্রকলি আছে তার এই জমিতে। তবে তার এই যাত্রা খুব সহজ ছিল না ।চাষের সময় জমিতে পোকার আক্রমণ ও পচারি নামের রোগ দেখা দিয়েছিল। তিনি এ রোগ দমনে নিয়মিত সার প্রয়োগের পাশাপাশি সেচ দিয়েছিলেন। জৈব ও রাসায়নিক সার প্রয়োগে এখন তিনি প্রত্যাশিত ফসল উৎপাদনের সক্ষম হয়েছেন। ঠিকমতো পরিচর্যা ও সঠিক সিদ্ধান্ত নিলে কৃষকরা লাভবান হতে পারেন এই ব্রকলি চাষে।আরিফুলের মতো কৃষকদের হাতে রচিত হচ্ছে বাংলাদেশের কৃষির সফলতার ঘটনা। সেই সফলতার গল্প আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি করতোয়ার কৃষিরূপের মাধ্যমে। কৃষকের বিশ্বাস তাদের এই নতুন উদ্যোগে একদিন কমে যাবে বিদেশে আমদানির ওপর নির্ভরতা। বাংলাদেশে উন্মোচন হবে এক নতুন সম্ভাবনার দ্বার।
Broccoli, How to cultivate Broccoli, broccoli, বগুড়ায় ভিন্ন উপায়ে ব্রকলি চাষ, Cultivate Broccoli, Broccoli Farming, ব্রকলি চাষ, ব্রকলি চাষ পদ্ধতি, Broccoli Cultivation Method, Krishirup, কৃষি রূপ, krishirup, কৃষি রূপ krishirup, কৃষি রূপ - krishirup, বগুড়ায় ব্রকলি চাষBroccoli বগুড়ায় ভিন্ন উপায়ে ব্রকলি চাষ কিভাবে ব্রোকলি চাষ করবেন, How to cultivate Broccoli broccoli
-
Category
No comments found